তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে একবেলা ভালো খাবার খাওয়ালেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিলেজ ভিশন।
শুক্রবার দুপুরে উপজেলার কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের এক বেলা ভালো খাবার খাওয়ানো হয়।
খাদ্য তালিকায় ছিল- পোলাও, মুরগির রোস্ট, গিলা-কলিজা দিয়ে মুগের ডাল, লেবু-শসা ও দই।
এ সময় উপস্থিত ছিলেন, ভিলেজ ভিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, বারুহাস ইউপি সদস্য রাজিব সরকার রাজু, তাড়াশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, সাংবাদিক মৃণাল সরকার মিলু, সোহেল রানা সোহাগ, স্কুল শিক্ষক তাইজুল ইসলাম প্রমূখ।
জানা গেছে, ভিলেজ ভিশন সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রথমে যে এলাকার মানুষদের খাওয়াবেন, সে এলাকায় খোঁজখবর নেন। তারপর দুস্থ-গরিব পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের দাওয়াতের স্থান ও সময় জানিয়ে টোকেন দিয়ে আসেন। নির্ধারিত দিনে ওই টোকেন নিয়ে দাওয়াতিরা হাজির হন।
খেতে আসা প্রবীণ ব্যক্তি রহিস উদ্দিন বলেন, বিনা পয়সায় তৃপ্তি সহকারে দুপুরের খাবার খেলাম। একদম জামাই আদর। যাঁরা খাওয়ালেন তাঁদের জন্য দোয়া করি। সবার সঙ্গে বসে খাবার খেয়ে মনে হলো পৃথিবীটা কত সুন্দর।
এ প্রসঙ্গে ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, ভিলেজ ভিশন নামের সংগঠনটি ২০০৭ সালে পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হলেও তা এখন তাড়াশ উপজেলায় রয়েছে। বর্তমানে তাড়াশে ৩৫ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। আমরা ২০১৯ সাল থেকে প্রতি শুক্রবার সর্বোচ্চ ১০০ জনের জন্য এ আয়োজন গুলো বিভিন্ন দাতাদের টাকা মাধ্যমে করে থাকি। তবে আজকের এ খাবারের খরচ বহন করেছেন ইউরোপ প্রবাসী এক বোন।.jpeg)
.jpeg)