তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গ্রেফতার

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর (৬২) কে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।

সেলিম জাহাঙ্গীর উপজেলার পৌর এলাকার খোলাবাড়িয়া মহল্লার মৃত খন্দকার আকবর আলীর ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জিকেএস এর নির্বাহী পরিচালক।

তাড়াশ থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নাশকতার একটি মামলায় তাঁকে জিকেএস টাউন এলাকার জিকেএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নাশকতার মামলার তাঁকে গ্রেফতার করে তাঁকে সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, নেতাকর্মীদের মিথ্যা গায়েবী মামলা দিয়ে আটক করে হয়রানি করা হচ্ছে।

Post a Comment (0)
Previous Post Next Post