তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যে, অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে তারুণ্যের জয়যাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাব সামনে এসে শেষ হয়।
পরে শান্তি সমাবেশে এক আলোচনা সভায় তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, হোসনেআরা পারভীন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।