তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এসএসসিতে জিপিএ-৫ পাওয়াসহ কৃতিত্বের সাথে ভাল ফলাফল করা ১০৫ জন নারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হক, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ পৌর মেয়র আব্দুল রাজ্জাক, তাড়াশ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইচ চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, মো. খলিলুর রহমানসহ শিক্ষক এবং কৃতি শিক্ষার্থী।
এ ছাড়া একই অনুষ্ঠানে তাড়াশ পৌর সভার প্রথম নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরকেও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।