তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন তাড়াশ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক। একই সঙ্গে এ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন মাজার জিয়ারত করেন।
জানা গেছে, শনিবার রাতে তাড়াশ পৌরসভার মেয়রের নেতৃত্বে কাউন্সিলরগন তাড়াশ পৌর শহর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারের উদ্দেশ্যে রওনা দেন।
সকাল ৮টার দিকে মেয়র ও কাউন্সিলরগন পৌছেন মাজার প্রাঙ্গনে। সেখানে তাড়াশ পৌরসভা দোয়া-মিলাদ ও ফাতেহা পাঠের আয়োজন করে।
এ সময় ১৯৭৫’র ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহ্হের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়।
মাজার জিয়ারত করার সময় পৌর মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা প্রভাষক রোকসানা খাতুন রুপা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা: ফাতেমা খাতুন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোসলেম উদ্দিন, ২ নং ওয়ার্ডের মোঃ রব্বেল হোসেন, ৩ নং ওয়াডের্র মো. বাবু তালুকদার, ৪ নং ওয়ার্ডের মো. শামীম সরকার, ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ডের মো. মওদুদ আহমেদ মানিক, ৭ নং ওয়ার্ডের হাসিনুর রহমান, ৮ নং ওয়ার্ডের শরিফুল ইসলাম ডালিম ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম খোকন।