তাড়াশ পৌরসভার প্রথম নর্বনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ









তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম নর্বনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার সকালে তাড়াশ পৌরসভার অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম নর্বনির্বাচিত মেয়র আব্দুর রাজ্জাককে দায়িত্ব বুঝে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন প্রমূখ।


Post a Comment (0)
Previous Post Next Post