তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপি চার দলীয় জোটের জামায়াত মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বিচারের রায় কার্যকর করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল হাসান মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক ম ম জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।