শোক দিবস উপলক্ষে দেড় লাখ চারা বিতরণ


তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওতায় গ্রামীণ ব্যাংকের ১০টি শাখায় দেড় লাখ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাড়াশ এরিয়া কার্যালয় এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক তাড়াশ শাখার এরিয়া ম্যানেজার মো. আসলাম আলী।

‘গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এমন শ্লোগানে তাড়াশ শাখায় ১৬ হাজার সদস্যদের মাঝে বিনামূল্যে আম, কাঁঠাল ও পেঁয়ারা গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক তাড়াশ শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র অফিসার মোঃ এনামুল হক, অফিসার পলাশ চন্দ্র সরকার, শাহাদৎ হোসেন, জাকারিয়া হোসেন, মনিরুজ্জামান, রুমা আকতার, তাড়াশ থানার এএস আই নূর আখতার, নাজনীন খাতুন, তাড়াশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয় প্রমূখ।

 এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংক তাড়াশ শাখার এরিয়া ম্যানেজার মো. আসলাম আলী বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, মানুষ ভালো থাকবে। তিনি আরো বলেন, তাড়াশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের ১০টি শাখায় একযোগে ১ লাখ ৬০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে।


Post a Comment (0)
Previous Post Next Post