তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নানা আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়।
সকাল ৯টায় তাড়াশ উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ দিকে বেলা ১১টার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় ১৫ আগস্টের উপর আলোচনায় সংগঠনের বিভিন্ন শ্রেণির নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ১০ জন জটিল রোগে আক্রান্ত রোগীকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি যুব ঋণ বিতরণ, কুসুম্বী কমিউনিটি ক্লিনিকের উদ্দ্যেগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।